দুস্কৃতিকারিদের আইনের আওতায় আনার ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তার আহবান। গুজব রটিয়ে সাধারণ মানুষকে একে অপরের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলে সংঘবদ্ধ প্রতিরোধের নামে আইন নিজের হাতে তুলে নিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি না করার জন্য তবলছড়ি ও তাইন্দং ইউনিয়নের অধিবাসী তথা খাগড়াছড়িবাসিকে বিনীত অনুরোধ জানানো হয়। অনুরুপ কাজে (মিথ্যা গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির) জড়িত থাকার প্রমান পেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাহাড়ে সকল সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে প্রত্যেকেই দায়িত্বশীল আচরন করবেন মর্মে আশা প্রকাশ করা হয়। স্থান : তবলছড়ি ইউনিয়ন প্রাঙ্গণঅংশগ্রহণকারী : স্থানীয় সংসদ সদস্য, ব্রিগ্রেড কমান্ডার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিও বিজিবি যামিনী পাড়া, জনপ্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, অন্যান্য জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।