অদ্য ৩০.১১.২০২১খ্রি: তারিখ খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার খাগড়াছড়ি জনাব মোহাম্মদ আবদুল আজিজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের সভায় কোভিড-১৯ অতিমারি পরবর্তী স্কুলের সার্বিক কার্যক্রম গতিশীল করা, করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত অভিভাবকদের সন্তানদের বকেয়া বেতন মওকুফ, স্কুলের বাউন্ডারী মেরামত, কিডস জোনের সংস্কার, শিক্ষক কর্মচারীদের বেতন, টিএ বিলসহ বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। কোভিড-১৯ অতিমারির সময়েও জুম ভিডিও এর মাধ্যমে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য নির্বাহী কমিটির সভাপতি শিক্ষকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন। যত্নের সাথে ছাত্র ছাত্রীদের পাঠ দানের মাধ্যমে জেলার একটি উৎকৃষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত করার জন্য শিক্ষকসহ সকলের প্রতি সভাপতি আহবান জানান।