বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আওতাধীন ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ খাগড়াছড়ি স্থাপনাটি একটি গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ স্থাপনা। এর মাধ্যমে খাগড়াছড়ি সকল থানার সাথে টেলিযোগাযোগ নেটওয়ার্ক বিদ্যমান। তথ্য নির্ভর যুগে যোগাযোগ মাধ্যমের উন্নতি ব্যতীত বিশ্বায়ন অচল। পার্বত্য এলাকায় অবস্থিত খাগড়াছড়ি জেলার আপামার জনসাধারণ এর মাধ্যমে যোগাযোগ ও সংবাদ আদান প্রদান করে থাকে। সামগ্রিক পেক্ষাপট এবং ভবিষ্যত ঘাতপ্রতিঘাত ও নিরাপত্তার কথা বিবেচনা করে এ ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ খাগড়াছড়ি স্থাপনাটিকে স্বরাষ্ট্রমন্ত্রণালয় স্মারক নং-স্বঃ মঃ (নিরা-৪)/কেপিআই-২১/৩/০৩/১৭৩৩, তারিখ-০৫/১২/২০১০ খ্রিঃ মূলে ১গ শ্রেণীর কেপিআইভূক্ত করা হয়। বর্তমানে উক্ত ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জের নিরাপত্তার স্বার্থে পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে।