Passport Verification
সাধারণত বিদেশে চাকুরী, ব্যবসা, ভ্রমন, উচ্চ শিক্ষা ইত্যাদির জন্য পাসপোর্ট করা হয়। সংশ্লিষ্ট পাসপোর্ট অফিস থেকে ভেরিফিকেশনের জন্য পাসপোর্ট ফরম পাওয়ার পর পাসপোর্ট প্রার্থীর নাম-ঠিাকান সংশ্লিষ্ট রেজিষ্টারে লিপিবদ্ধ করা হয়। সংশ্লিষ্ট রেজিষ্টারে লিপিবদ্ধ শেষে পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা স্বাক্ষর করতঃ সংশ্লিষ্ট থানা অথবা জেলা বিশেষ শাখায় কর্তরত অফিসাদের নিকট তদন্তের জন্য দেয়া হয়। তদন্তকারী অফিসার কর্তৃক পাসপোর্ট ফরমে উল্লেখিত ঠিকানা সরেজমিনে যাচাই সাপেক্ষে পুলিশ সুপার, জেলা বিশেষ শাখার বরাবরে প্রতিবেদন দাখিল করেন। পাসপোর্ট প্রার্থীর স্থায়ী/অস্থায়ী ঠিকানা জেলার বাহিরে হলে উহা সংশ্লিষ্ট এসবি/সিটিএসবি/ডিএসবির মাধ্যমে যাচাই সাপেক্ষে পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা পাসপোর্ট ফরমে চূড়ান্ত স্বাক্ষর শেষে অনলাইনে এবং বাহক মারপতে সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে প্রেরণ করা হয়।
যেসব তথ্যাদি প্রয়োজনঃ
০১। জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
০২। জন্ম সনদের ফটোকপি
০৩। বিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে কাবিন নামার ফটোকপি
০৪। বাড়ির দলিল/বিদ্যুৎ বিল/গ্যাস বিলের ফটোকপি
০৫। চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ পত্র
০৭। ব্যবসায়ী প্রার্থীদৈর ক্ষেত্রে ট্রেড লাইসেন্সের ফটোকপি
০৮। বেসরকারী চাকুরী জীবিদের ক্ষেত্রে প্রত্যয়ন পত্র
০৯। পিতা-মাতা/স্বামীর অঙ্গীকার নামা
১০। সরকারী চাকুরী জীবিদের ক্ষেত্রে এনওসি
১১। তালাক প্রাপ্তাদের ক্ষেত্রে তালাক নামার ফটোকপি
১২। অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে পিতা-মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
উপরোক্ত বিষয় গুলো তদন্তকারী অফিসার সতর্কতার সাথে যাচাই/বাছাই পূর্বক তদন্ত রিপোর্ট প্রস্তুত করে পুলিশ সুপার জেলা বিশেষ শাখা বরাবর দাখিল করেন।