টহলকে পুলিশী কর্মকান্ডের মেরু দন্ড বলা হয়। পুলিশ বিভাগের মাঠ পর্যায়ে অধিকাংশ সদস্য টহল ডিউটিতে নিয়োজিত থাকে। টহল ডিউটি সাধারণ থানা/ফাঁড়ী হতে করা হয়েে থাকে। টহল ডিউটির মূল উদ্দেশ্যে হলো এলাকার অপরাধ নিবারণ, জনগণের মনে নিরাপত্তাবোধ তৈরী করা, পুলিশী সেবা প্রদানের জন্য জনগণের কাছাকাছি থাকা।
টহল পুলিশের দায়িত্বঃ
০১। জনগণকে প্রয়োজনে সাহায্য করা।
০২। যে কোন সন্দেহভাজন ব্যক্তি বা ঘটনার উপর নজর রাখা।
০৩। সংঘটিত অপরাধ স্থলে তাৎক্ষণিক উপস্থিত হওয়া এবং জানমালের নিরাপত্তা বিধান করা।
০৪। অপরাধ সংগঠন নিবারন করা।
০৫। টহল দলের নিকট যে কেউ সাহায্য চাইতে পারেন।
০৬। টহল সাধারণত নিদিষ্ট এলাকার বাহিরে যায় না।
০৭। টহল ডিউটি গুরুত্বপূর্ণ স্থাপনা, ব্যক্তি বা স্থানের নিরাপত্তার জন্য টহল পরিচালিত হয়।
০৮। টহল ডিউটি পায়ে হেঁটে, মোটর সাইকেল যোগে বা মোটরগাড়ি যোগে করে থাকে।