চাকুরীর ভেরিফিকেশন জেলা বিশেষ শাখার একটি গুরুত্বপূর্ন কাজ। চাকুরীতে নিয়োগকৃত কর্মকর্তা/কর্মচারীদের সংশ্লিষ্ট সংস্থা কর্তৃক ভেরিফিকেশন রোল পূরণ করে সংশ্লিষ্ট অফিস প্রধানের স্বাক্ষরসহ তদন্তের জন্য পুলিশ সুপার, জেলা বিশেষ শাখার  নিকট প্রেরণ করেন। জেলা বিশেষ শাখায় প্রাপ্তীর পর ভিরোলে উল্লেখিত ব্যক্তির নাম-ঠিকানা সংশ্লিস্ট রেজিষ্টারে লিপিবদ্ধ করা হয়। রেজিষ্টারে লিপিবদ্ধ শেষে পুলিশ সুপার স্বাক্ষর করতঃ সংশ্লিষ্ট থানা অথবা জেলা বিশেষ শাখায় কর্মরত অফিসারের নিকট তদন্তের জন্য দেয়া হয়। তদন্তকারী অফিসার কর্তৃক ভিআরে উল্লেখিত নাম-ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা থানা রেকর্ড, রাজনৈতিক সংশ্লিষ্টতা, জঙ্গী সংশ্লিষ্টতার বিষয়ে সরেজমিনে যাচাই করে পুলিশ সুপার জেলা বিশেষ শাখার বরাবরে প্রতিবেদন দাখিল করেন।ভিআর প্রর্থীর শিক্ষাগত যোগ্যতা এবং অবস্থানকালীন রেকর্ড জেলার বাহিরে হলে উহা সংশ্লিষ্ট এসবি/সিটিএসবি/ডিএসবির মাধ্যমে যাচাই পূর্বক পুলিশ সুপার জেলা বিশেষ শাখা ভেরিফিকেশন রোলে স্বাক্ষর করে চূড়ান্ত নিষ্পত্তি সাপেক্ষে সংশ্লিষ্ট দপ্তরে ফেরৎ প্রদান করা হয়।